চকরিয়া টাইমস :
ঐতিহাসিক ২৪ জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়া উপজেলার প্রথম শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিসি-এসপিসহ কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে শহীদ আহসান হাবীবের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসময় শহীদের পরিবারের সদস্যসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আহসান হাবীবের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রশাসনের পক্ষ থেকে শহীদদের আত্মত্যাগকে চির স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
তারা বলেন, "যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ ও আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।"
0 comments: