চকরিয়া টাইমস:
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোড়স্থ মিয়াজীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৩টি বাড়ি পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আগুনে ভষ্মিভূত বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর (ইমারত) মো. ছৈয়দ আলম, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাহমুদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মহান আল্লাহর দরবারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানসিক সুস্থতা ও ধৈর্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন।
0 comments: