চকরিয়া টাইমস :
পেকুয়া বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল তিনটায় গণসংযোগ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সর্বস্তরের জনসাধারণ এবং ব্যবসায়ীদের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন।
অনুষ্ঠিত গণসংযোগ পক্ষ কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ।
গণসংযোগ শেষে পেকুয়া বাজারস্থ পেকুয়া লাইফ কেয়ার হসপিটালের সামনে প্রধান অতিথি ও প্রধান বক্তা পথসভায় বক্তব্য রাখেন।
এসময় পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর ডাঃ জেএম শাহাব উদ্দিন, সেক্রেটারি ডাঃ নুরুল কবির, পেকুয়ার বরেণ্য ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, শ্রমিক নেতা দিদারুল ইসলাম, জামায়াত নেতা নুর মোহাম্মদ, জামায়াত নেতা মাওলানা রুহুল আমিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: