চকরিয়া টাইমস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেছেন, দেশে আজকে আইয়ামে জাহিলিয়ার মত পরিস্থিতি বিরাজ করছে। সর্বত্র খুন-গুম অশান্তি বিরাজ করছে। বাস্তবে শান্তির জন্য কোরআনের দিকে ফিরার বিকল্প নেই। জামায়াতে ইসলামী মানুষকে সেই শান্তির পথ ইসলামের দিকে আহবান করছে।
আল্লাহ পবিত্র কোরআনকে পাঠানোর মূল উদ্দেশ্য, সমাজ-রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন ও যাবতীয় বৈষম্য দূর করার জন্য। বিগত শাসকরা রাষ্ট্রক্ষমতায় গিয়ে ব্যাক্তিগত উন্নয়ন করেছে। স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারেনি। সৎ নেতৃত্ব ছাড়া সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়।
শুক্রবার (২৫এপ্রিল) বাদে আসর উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম। বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।
এসময় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: