চকরিয়ার ৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী বুথে ব্যাপক সাড়া : জামায়াতে যোগদানের হিড়িক

চকরিয়া টাইমস :

চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী বুথে ব্যাপক সাড়া পেয়েছে। নতুন করে জামায়াতে ইসলামীর মানবিক ও সৃজনশীল কাজগুলোকে জানতে শুরু করেছেন সাধারণ মানুষ। এদিন সহযোগি ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদানের হিড়িক পড়েছে দাওয়াতী বুথে।

শুক্রবার (২৬ এপ্রিল) ওয়ার্ড মগবাজার চৌরাস্তার মোড়ে স্থাপন করা হয় দিনব্যাপি জামায়াতের অস্থায়ী “দাওয়াতি বুথ”। জুমার নামায শেষে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালি। এসময় পৌরসভা জামায়াতের মানব সম্পদ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজুল হক, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হোসাইন, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জামাল হোছাইন, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাওয়াতী বুথের আয়োজকরা জানান, "আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই" ইনসাফ (ন্যায়বিচার), সাম্য, শান্তি- শৃঙ্খলা ও চাঁদাবাজ মুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়ে ছাত্র, তরুণ, যুবক, নবীন-প্রবীনসহ প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ নতুন করে জামায়াতে ইসলামীর সহযোগী ফরম পূরণ করে সহযোগী সদস্য হয়েছেন। পেয়েছেন ইসলামী সাহিত্য, পরিচিতি ও দেশের বিভিন্ন সুপরিচিত লেখকদের বই।

তারা জানান, চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী বুথে ব্যাপক সাড়া ফেলেছে। এতে নবীণ-প্রবীণ সর্বস্তরের মানুষের মাঝে জামায়াতে ইসলামীতে যোগদানের ব্যাপক আগ্রহ এবং উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ; চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী সকলকে মুবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শুক্রবার (২৫ এপ্রিল) "গণসংযোগ পক্ষ-২৫ উপলক্ষে সমাপনী দিবসে জনসাধারণের মাঝে দাওয়াতী কার্যক্রম পরিচালনায় এ বুথ স্থাপন করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: