শফিউল করিম সবুজ, চকরিয়া:
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০ তম দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ উদ্যোগে পৌরশহরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট চত্বর থেকে এ অভিযান কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, নিসচা প্রতিনিধি, চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইশতাধিক নারী পুরুষ শিক্ষার্থীসহ এ অভিযানে অংশগ্রহন করেন। এসময় ব্যবসায়ীরা নিয়মবহির্ভূত যততত্র দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলার অপরাধে শাস্তি স্বরুপ ব্যবসায়ীদের হাত দিয়ে ময়লা অপসারণ করা হয়। এব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম জানান, চকরিয়া শহরের যানযট নিরসন ও পথচারীদের দুর্ভোগ দূরীকরণে এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু এবারের অভিযান ব্যতিক্রমীধর্মী। ব্যবসায়ীরা যাতে দোকানের সামনে ময়লার ভাগাড় তৈরী না করে অযথা সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি না করে; এ বিষয়ে নানান মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে। পূনরায় যদি ব্যবসায়ীরা আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে শিক্ষার্থীরা জানান, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর সুযোগ পেয়েছি। প্রতিটি নিহত ও আহত ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তাদের মৃত্যু এখনো আমাদেরকে ভেতর থেকে নাড়া দেয়। আজ ছাত্র জনতার গণঅভ্যুথানের ১০০ তম দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা কাঁধে কাধ মিলিয়ে সকাল ১০টা থেকে এই কর্মসূচি আরম্ভ করেছি। এই কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান ছাত্রজনতা।Author: ChakariaTimes
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 comments: