নিজস্ব প্রতিবেদক:
তিনি বলেন, আজ আমরা স্বাধীনতার ৫৩ বছরে এসেও প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারছিনা। চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে অর্জিত স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র চলছে। দেশ ও জাতির স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামপ্রিয় তাওহীদবাদী জনতা রুখে দাঁড়াবে। ইসলাম কখনও অভাবী চোরের হাত কাটার কথা বলেনি, ইসলাম সবসময়ই স্বভাবী চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে। তাই সাধু সাবধান।
তিনি আরো বলেন, নীতি আদর্শের একটি রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার যদি ইসলামী আন্দোলনের নেতৃত্বে রাস্তায় নামতে হয়, তবে পরিণতি ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ার করেন।
বুধবার (১৩ নভেম্বর) চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স চত্বরে জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতী শামসুল হক কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলোয়ার হোসাইন সাকী, কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব, সেক্রেটারি এ.আর.এম ফরিদুল আলম, সহকারী সেক্রেটারি প্রভাষক রাশেদ আনোয়ার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মাওলানা মহসিন শরীফসহ উপজেলা-থানা-ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
0 comments: