নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার লক্ষ্যারচর জিদ্দাবাজাস্থ চাইল্ডস মডার্ণ স্কুল এন্ড কলেজে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন এমএসসি'র সভাপতিত্বে ও অধ্যক্ষ হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ.ম.আওরঙ্গজেব বুলেট।
আলোচকবৃন্দ- শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানচর্চায় নিবেদিত থেকে শিক্ষা শেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পরামর্শ দেন। তাঁরা উচ্চ শিক্ষার অভিযাত্রী বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক মো. আজম খান, অসিত কান্তি রুদ্র, মো. সাফাত, মো. উসমান, জয়নাল আবেদীন, শিক্ষিকা সালেহা বেগম, নুরতাজ বেগম, উম্মে কুলসুম বুলু, কাউছার সুলতানা, সাদিয়া জান্নাত, রিটা শর্মা ও জেসমিন জান্নাতসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. ইউনুস। আলোচনা শেষে পরীক্ষার্থীদের কল্যাণে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
0 comments: