নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা যুবলীগের আওতাধীন কৈয়ারবিল ইউনিয়নের ১, ৫ ও ৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২জুন) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ।
কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন কছির। এতে উদ্বোধক ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। এসময় ইউনিয়নের যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ১নং ওয়ার্ড যুবলীগে সাইফুল ইসলামকে সভাপতি, মুবিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডে রঞ্জিত দাস সভাপতি, সালাহ উদ্দিন সাধারণ সম্পাদক এবং ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
0 comments: