নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক নগদ অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখা।
শুক্রবার (২জুন) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে নগদ এ অর্থ সহায়তা তুলে দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। এসময় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শকসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। স্থানীয়রা জানায়, তালাবদ্ধ বাড়ির পরিবারের কেউ না থাকায় যৌথ পরিবারের পাশাপাশি ৩টি বাড়িই আগুনের লেলিহান শিখায় ভষ্মিভুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ভুক্তভোগি পরিবার নিশ্চিত করেন।
0 comments: