নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মাস্টার আনছারুল করিম কক্সবাজার জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনোনীত হয়েছেন। তিনি এরআগে চকরিয়া উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনীত হন।
এরই ধারাবাহিকতায় জেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩এর জেলা পর্যায়ের ফলাফলে এ কৃতিত্ব অর্জন করেন তিনি। গত ২১ মে রোববার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন স্বাক্ষরিত বিভিন্ন ক্যাটাগরির প্রকাশিত ফলাফল প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। মাস্টার আনছারুল করিম চকরিয়া উপজেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে চকোবি’র শিক্ষক স্কাউট লিডার মাস্টার আনছারুল করিম জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনোনীত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দনদাতারা তার উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
0 comments: