নিজস্ব প্রতিবেদক :
শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বদরখালী জোনের বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওমর আজমের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার অফিস সম্পাদক মো. সাইফুল্লাহ মুসলিম। এতে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক থানা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা জি.এম ফরিদুল আলম।
এসময় মাতামুহুরী শাখার অর্থ সম্পাদক শহিদুল্লাহ, শাহারবিল সভাপতি আব্দুল মান্নান, বদরখালী সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিম, কোনাখালী সভাপতি আব্দুল বারী, পূর্ব বড়ভেওলা সভাপতি মুহাম্মদ সাদেক, বিএমচর সভাপতি মুহাম্মদ আনিছুর রহমান, ঢেমুশিয়া সেক্রেটারী মুহাম্মদ সাইফুল, বিএমচর সেক্রটারি ডাঃ ইব্রাহীম, সহ-সেক্রেটারি মুহাম্মদ মামুন রশীদ, পূর্ব বড়ভেওলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ ইউনুস ও ঢেমুশিয়া শাখার অর্থ সম্পাদক আবু ওমর, নেজাম উদ্দীন, মুহাম্মদ তারেক, নুরুল আলম, আব্দুর রহিম, মোঃ হুজাইফ, মুকিম, মুনির, রাসেল, সালাহ উদ্দীন, সাইয়েদ ও মুহাম্মদ হাসান আজমির প্রমুখ উপস্থিত ছিলেন।
0 comments: