নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রি কলেজে একাধিক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩।
এ উপলক্ষে মঙ্গলবার (৭মার্চ) কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় অধ্যাপক উত্তম কুমার চৌধুরীসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একইদিন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কলেজের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন।
0 comments: