নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পালাকাটা দাখিল মাদরাসায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (৭মার্চ) মাদরাসা মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আলম বাহারের সভাপতিত্বে ও মাস্টার জামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসা সুপার আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইন, সহ-সুপার মাওলানা এহেছানুল হক নঈমী, মাওলানা মাহমুদ উল্লাহ ছাদেকী, মাস্টার মোহাম্মদ কাউছার, মাওলানা মুজিবুর রহমান ছুট্টো, শিক্ষিকা সালমা আকতার ও রোমেনা রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মওলানা নুরুল মোস্তফা, নুরুচ্ছমদ নূরী, মাস্টার জহিরুল ইসলাম, ফাহিম, শেফায়েত বিন হাবিব, আবুল হাসেম ও আবদুল হামিদ।
পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
0 comments: