নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা এবং হযরত খদিজাতুল কোবরা (রাঃ) বালিকা এতিমখানার যৌথ উদ্যোগ পরামর্শমূলক এক প্রস্তুতি সভা শনিবার (১৮ ফেবুয়ারি) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ'র সভাপতিত্বে এবং মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য মাস্টার আব্দুল মান্নান, আলহাজ্ব গোলাম কাদের সওদাগর, মাস্টার জহিরুল ইসলাম, ডাক্তার সাইফুল ইসলাম, আলহাজ্ব তজুমিয়া, মাওলানা মোসলেহ উদ্দিন কাদেরী, মাস্টার রিদুয়ানুল ইসলাম বিএসসি, মাস্টার গিয়াস উদ্দিন বাবুল, মাওলানা জাফর আলম, মাওলানা মোহাম্মদ এরশাদ উল্লাহ, মাওলানা হাফেজ মোহাম্মদুল হক, মাওলানা হাফেজ মোহাম্মদ রুহুল আমিন ও হাফেজ আহমদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৬ ফেব্রুয়ারি মাদরাসা এবং এতিমখানার বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও ইছালে ছওয়াব মাহফিল সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
0 comments: