নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার হাজিয়ান আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবু হুরায়রার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আবু তৈয়ব ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু ফয়েজ মোঃ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।
এরআগে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমইউপি হাজী নুর মোহাম্মদ, সাবেক এম ইউপি নুরুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক মোঃ মাহফুজুল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান লিটন, সাধারণ সম্পাদক নাঈমুল সিকদার, কাকারা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রকিবুল ইসলাম, মাস্টার ফারুক আহমদ, এম. জাফর আলমসহ পরিচালনা কমিটি, পিস হ্যাভেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
0 comments: