নিজস্ব প্রতিবেদক :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার সাহারবিল ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৮জানুয়ারি) সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন।
তিনি স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে অসহায় দুঃস্থ এসব পরিবারের সদস্যদের হাতে শীত নিবারণী কম্বল তুলে দেন। এসময় পরিষদের সচিব, বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: