নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী প্রকাশ মিজান কন্ট্রাক্টরের পিতা চকরিয়া পৌরসভার বাটাখালীর বাসিন্দা রশিদ আহমদ চৌধুরী বৃহস্পতিবার (১২জানুয়ারি) দুপুর ১টার দিকে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার চকরিয়া শহরের ম্যাক্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একইদিন রাত ৮টার দিকে নিজ এলাকার স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
এদিকে বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান চৌধুরীর পিতা প্রবীণ মুরব্বী রশিদ আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ্ব মো. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কাজল। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: