নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ছাবুর সঞ্চালনায় পৌরশহরের চিরিঙ্গা কনভেনশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মনজুর আলম, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, উপজেলা যুবদলের সভাপতি এ.এম ওমর আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা মহিলাদলের আহবায়ক হালেছা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নুরুল আবচার রিয়াদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সরওয়ার আলম।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ৪৪তম প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটেন এবং নেতাকর্মীদের মুখে তুলে দেন। এসময় চকরিয়া উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: