নিজস্ব প্রতিবেদক :
ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার (৪ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে ঈদগাঁও উপজেলা ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ম্যাচ। অনুষ্ঠিত খেলায় উভয় পক্ষে কোনো গোল না হওয়ায় ফলাফল শূণ্য হয়। এতে খেলা পরিচালনা কমিটি যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে দু'দলকে। দুই টিমের পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রধান পৃষ্টপোষক ব্যারিস্টার সাঈদ সুমন ও ঈদগাঁও উপজেলা ফুটবল একাডেমির সভাপতি হুমায়ুন করিম সিকদার।
উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এড. এডভোকেট নাসরিন জাহান লিনা। প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু তালেব।
বৃহত্তর মেহেরঘোনা ক্রিড়া সংস্থার সভাপতি মাস্টার হারুনুর রশিদের সভাপতিত্বে অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক হুমায়ুন কবির হিমু, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এড, সৈয়দ রেজাউর রহমান, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. একরামুল হুদা, মক্কা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি হাবিবুল্লাহ সওদাগর,
সমাজ সেবক ফখরুদ্দিন ফরাজি কাজল, এমইউপি আব্দু রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আহমদ করিম সিকদার, যুবলীগ নেতা জামিল উদ্দিন শাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম।
খেলা পরিচালনায় ছিলেন বাফুফের রেফারি ছৈয়দ করিম, কক্সবাজার রেফারি এসোশিয়েশনের সদস্য আব্দুল মজিদ খান, আহমদ কবির ও মুফাচ্ছেল ফরাজী।
0 comments: