নিজস্ব প্রতিবেদক :
শনিবার (৫মার্চ) বিকাল ৩টায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।
মিছিলটি চকরিয়া সরকারি হাসপাতাল সড়ক থেকে শুরু করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে চিরিঙ্গা এলাকা প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।
এসময় চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, আকতার ফারুক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কমিশনার কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ.এম ওমর আলী, পৌর যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামরুল হাসান, উপজেলা শ্রমিকদলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবউল্লাহ মিজবাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: