নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।
সোমবার (১৪ফেব্রুয়ারি) প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনছারুল করিমের সঞ্চালনায় বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মকসুদুল হক, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবচারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: