নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জুনাইদ সিকদারের পিতা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন সিকদার (৭৬) সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মজলিসুল মুফাসসিরিন কক্সবাজার জেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।
জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আনছারুল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার রফিক আহমদ, প্রভাষক মাহফুজুল করিম, উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা ছাবের আহমদ, সেক্রেটারী মাওলানা আবুল বশর ও মরহুমের একমাত্র ছেলে জুনাইদ সিকদার।
এসময় হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মিরানুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, হারবাং ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদ উদ্দিন লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাযে জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
0 comments: