নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার অভিযান চালিয়ে ২টি টিপ ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ি।
সোমবার (৩১জানুয়ারি) দিবাগত রাত পৌঁনে দুইটার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি টিম কক্সবাজার পৌরসভাস্থ উত্তর টেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম প্রকাশ ভাগিনা (২৩) ও মোহাম্মদ আমির খান(২০)কে আটক করতে সক্ষম হয়। ধৃত শহিদুল ইসলাম শহরের পূর্ব মোহাজের পাড়ার বাসিন্দা নুরুল আবছারে ছেলে এবং আমির খান গয়মবাজারস্থ আলমগীর টাওয়ারের জনৈক হানিফের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল যোগে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই কর্মকাণ্ড সংঘটিত করে আসছিলো। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি টিপ ছুরি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
সূত্রটি আরো জানায়, আসামী শহিদুল ইসলামের বিরুদ্ধে চারটি ও আমির খানের বিরুদ্ধে পাঁচটি অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
0 comments: