ইসলামী ব্যাংক সেন্ট্রাল শাখার কর্মকর্তা গিয়াসউদ্দিন কাদেরের মায়ের ইন্তিকাল

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী ব্যাংক সেন্ট্রাল শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরের মাতা চকরিয়ার বদরখালীর সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক মাওলানা গোলাম শরীফের সহধর্মিনী রত্নাগর্ভা আয়েশা বেগম (৬৬) বৃহস্পতিবার (২০জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সার ভুগছিলেন। ওই রোগে গুরুতর আক্রান্ত হলে গত মঙ্গলবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এদিকে আজ শুক্রবার জুমার নামাজের পর চকরিয়ার বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মেজো ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ফরিদউদ্দিন ফারুক।

ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা আয়েশা বেগম ২০১৪ সালে বিশ্ব মা দিবসে জাতীয় পর্যায়ে রত্নাগর্ভা অ্যাওয়ার্ডে ভূষিত হন। 

বদরখালীর প্রবীণ শিক্ষক মাওলানা গোলাম শরীফ ও আয়েশা বেগম দম্পতির ৬ছেলে সর্বোচ্চ শিক্ষাজীবন শেষে দেশে ও দেশের বাইরে বিভিন্নস্থানে প্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছেন। প্রথম ছেলে জি.এম. মুহাম্মাদ গিয়াসউদ্দিন কাদের (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট- ইসলামী ব্যাংক সেন্ট্রাল শাখা), দ্বিতীয় ছেলে ড. ফরিদউদ্দিন ফারুক (প্রফেসর- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), তৃতীয় ছেলে আফতাবউদ্দিন কাদের কায়ছার (যুক্তরাজ্যে কর্মরত), চতুর্থ ছেলে মো. বাহারউদ্দিন কাদের (সিনিয়র ব্যাংকার), পঞ্চম ছেলে সালাহউদ্দিন কাদের মতিন (সিনিয়র মার্চেন্ডাইজার) ও ষষ্ঠ ছেলে মহিউদ্দিন কাদের অদুল (সাংবাদিকতা ও শিক্ষকতায় কর্মরত)।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: