নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের প্রতিষ্ঠাতা সার্জারী বিশেযজ্ঞ মানবিক ডাঃ ভিগো অলসন আর নেই। তিনি দীর্ঘকাল ধরে চকরিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে আগত নানা জঠিল রোগীদের সেবার ব্রতে নিয়োজিত ছিলেন। গত বুধবার (১৯ জানুয়ারি) তিনি আমেরিকায় মৃত্যুবরণ করেন।
এদিকে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ ভিগো অলসনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে বলেন, তিনি মৃত্যুবরণ করলেও তার রেখে যাওয়া কর্ম ও তার প্রতিষ্ঠান মানুষের মাঝে আমরণ বেঁচে থাকবে। তারই প্রতিষ্ঠিত হাসপাতালটির বিশ্বাসযোগ্য চিকিৎসা সেবা এতদাঞ্চলের সাধারণ মানুষের কাছে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বলে শোকদাতাগণ মন্তব্য করেন।
0 comments: