নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসা প্রকাশ শাহারবিল মাদরাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার (১৫আগস্ট) মাদরাসা মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাছনের সভাপতিত্বে ও শিক্ষক মো. ফজলে এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদারসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, শিক্ষক মাওলানা হোসাইন, আবু হানিফ চৌধুরী, এস.এমহেলাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা হাফেজ ইকবাল হাসান প্রমুখ।
এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা শওকত উসমান।
0 comments: