নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পালাকাটা উচ্চ বিদালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস রোববার (১৫আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহউদ্দিন। এসময় বিদ্যালয়ের মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারি ও স্কাউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 comments: