প্রেস বিজ্ঞপ্তি :
আমার বাংলাদেশ (এবি) পার্টি চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য চকরিয়া উপজেলা যুগ্ম আহবায়ক চকরিয়া মানিকপুর ইউনিয়নের কৃতি সন্তান শরীফ উদ্দিন খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা যুগ্ম সদস্য সচিব অধ্যাপক এবি ওয়াহেদ এবং চকরিয়া উপজেলা আহবায়ক এডভোকেট মোহাম্মদ ওসমান আলী।
শোকদাতাগণ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতিতে বলেন, আমরা একজন সম্ভাবনাময়ী মেধাবি সমাজসেবককে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ পাক মরহুমকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারের সদস্যদের এই শোক সইবার তাওফীক দান করুক (আমীন)।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭আগস্ট) এবি পার্টি নেতা শরীফ উদ্দিন খোকন বেলা ১টার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
0 comments: