নিজস্ব প্রতিবেদক :
দেশের বরেণ্য আলেমেদ্বীন চট্টগ্রাম গারাংগিয়ার পীর শাহ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সিদ্দিকীর ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত ও দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।
অসুস্থতার কারণে শারীরিকভাবে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মাহমুদুল হাছান সিদ্দিকী আজ বৃহস্পতিবার (১৯আগস্ট) দুপুর পৌঁনে ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একাধিক সূত্র নিশ্চিত করেন, শুক্রবার (২০আগস্ট) জুমার নামাযের আগেই সকাল ১১টায় গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে মরহুম মাওলানার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
0 comments: