শাহরিয়ার মাহমুদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার (১৫আগস্ট) সকাল থেকে দিনব্যাপি খতমে কুরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা। কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
আলোচনা সভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম বুলবুল, সহ-সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, নরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন শাকিল, বদরখালী ইউনিয়ন আ:লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাধারণ সম্পাদক একে ভুট্টু সিকদার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মেম্বার, সাধারণ সম্পাদক এনামুল হক, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আ:লীগের সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আশরাফ আলী মেম্বার, কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ দলের অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক মহসিন বাবুলের নেতৃত্বে উপস্থিত সকলের মাঝে জাতীয় শোক দিবসের তাবারুক পরিবেশন করা হয়।
0 comments: