চকরিয়ায় সন্ত্রাসীদের গুলীতে নিহত হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা ও চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার নোবেল (৪২)। মঙ্গলবার (১৭আগস্ট) দুপুর ১টার দিকে নিজগ্রাম পূর্ববড়ভেওলা ৩নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকায় জমির বিরোধ নিয়ে এ ঘটনার শিকার হন তিনি। নিহত নোবেল উল্লেখিত গ্রামের মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে।
এ ঘটনায় গুলীবিদ্ধ হয়ে আরও ৮জন আহত হয়েছে। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন- আবুল কালাম (২২), আজিজুল হক (৪৮), সরোয়ার হোসেন (৪০), জাফর আলম (৪৯), মিজানুর রহমান (৩০), মোহম্মদ শফি (৩৯), নুরুল কাদের (৪৫) ও জাহিদুল ইসলাম (২৫)। তারা সকলেই পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে প্রকাশ, যুবলীগ নেতা নাছির উদ্দিন সিকদার নোবেল পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তিনি ঘটনার আগে নিজগ্রামের বাজারে এলাকার মানুষের সাথে গল্প করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এইদিন সকালে নাসির উদ্দিনের চাষা জমিতে চাষ করতে যায়। এসময় এনাম নামের এক ব্যক্তি চাষা আকতার আহমদকে মারধর করে জমি থেকে উঠিয়ে দেয়। পরে খবর পেয়ে বেলা ১২টার দিকে দলবল নিয়ে চাষাবাদের জমির দিকে যায় নাসির উদ্দিন নোবেল। পথিমধ্যে গোলাগুলীর ঘটনা সংঘটিত হয়। সূত্রের দাবি, একদল বন্দুকধারীদের নেতৃত্ব দেন এনাম, রুবেল, লুৎফুর ও আলাউদ্দিন। তাদেরই ছোঁড়া এলোপাতাড়ি গুলীবর্ষণে আক্রান্ত হন সাবেক ছাত্রনেতা নোবেল।
ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে এলাকাবাসী ও পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. ফয়সাল আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। ঘটনারদিন বিকালে পূর্ববড়ভেওলা দিয়ারচর গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে হেলাল উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
এব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের জানান, জমির বিরোধ নিয়ে নিহত নাছির উদ্দিন নোবেলের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে হেলাল নামের একজনকে আটক করা হয়েছে।
0 comments: