শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় ম্যাচ কোয়ার্টার ফাইনাল খেলায় বি-বাড়িয়াকে ৩-১ গোলে হারিয়ে কক্সবাজার জেলা ফুটবদল সেমি ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার (১৯আগস্ট) চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার চট্টগ্রামের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলাদলের সার্বিক তত্ত্বাবধান করেন কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। এ খেলায় কক্সবাজারের পক্ষে তিনটি গোলই বি-বাড়িয়ার জালে জড়ায় সাহেদের পা থেকে। এরই মধ্যে দিয়ে হ্যাটট্রিক গোলদাতা হিসেবে টুর্নামেন্টে নাম লেখান কিশোর ফুটবলার সাহেদ খান।
এরআগে একই মাঠে মঙ্গলবার (১৭আগস্ট) বিভাগের উদ্বোধনী খেলায় ফেনী জেলা ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে কক্সবাজার জেলা ফুটবলদল জয়লাভ করে। এতে হ্যাটট্রিক গোল করে আরেক কিশোর ফুটবলার শেখ আহমদ। আগামী রোববার (২২আগস্ট) সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
0 comments: