শাহেদ মুস্তাকিম (চকরিয়া টাইমস) :
বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নেমেন্টের বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় ম্যাচ কোয়ার্টার ফাইনাল খেলা। চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল দলের মুখোমুখি হয় হয় কক্সবাজার জেলা ফুটবল দল।
খেলায় কিশোর ফুটবলার সাহেদ খান দারুণ নৈপূণ্যতা দেখান। মাতিয়ে রাখেন গোটা স্টেডিয়াম। নিয়ন্ত্রণ নেন পুরো মাঠ। দেখান কক্সবাজারের হয়ে পরপর বিরোধী শিবির ব্রাহ্মণবাড়িয়ার জালে বল পাঠিয়ে তিনটি গোল। হ্যাটট্রিক গোল করে নিজের ক্যারিয়ারে যোগ করেন নতুন ইতিহাস। ইতিহাসের এমন পাতায় সবার নজর কাড়তে সক্ষম হন সাহেদ খান। বলের সাথে বিদ্যুত বেগে ছুটে চলা এ কৃতি ফুটবলার কক্সবাজার জেলাদলকে নিয়ে যান সেমিতে।
দিন শেষে বাহ্মণবাড়িয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কক্সবাজার জেলা ফুটবল একাদশ। উদ্বোধনী ও কোয়ার্টার ফাইনাল দুটি ম্যাচে ভাল ফলাফলের মাধ্যমে জয়লাভ করে বর্তমানে ফুরফুরে মেজাজে আছেন সাহেদ খানের সতীর্থরা।
0 comments: