নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ডুলাহাজারা নেক্সাস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত “ফুটসাল” ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২১ শুক্রবার (১৩আগস্ট) ডুলাহাজারা খেলার মাঠে সম্পন্ন হয়েছে।
নেক্সাসের সভাপতি আমির সোলায়মান রুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল আমিন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কলিম উল্লাহ কলি ও চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মাহবুবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ডুলাহাজারা নেক্সাস এসোসিয়েশনের জমির উদ্দিন, মো. হোবাইব আজম, মো. হাবিবুল্লাহ মিজবাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
0 comments: