প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দিনব্যাপী কর্মসূচী পালন করবে কক্সবাজার জেলা যুবলীগ। কক্সবাজার জেলা যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব কর্মসূচী ঘোষণা করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল ।
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য জেলা যুবলীগের গৃহিত কর্মসূচীগুলো নিম্নরূপ- সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০ টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউগাছের চারা রোপন। সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে- খতমে কোরআন ও দোয়া মাহফিল। দুপুর ১ টায় দূস্থদের মাঝে খাদ্য বিতরণ। বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী কর্মসূচিতে জেলা যুবলীগের সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন- কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল ।
0 comments: