শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ার বরেণ্য শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, চবি বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, চবি পদার্থবিদ্যা বিভাগের সাবেক সভাপতি এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও সাউদার্ণ ইউনিভার্সিটির সাবেক উপাচার্য উপজেলার বিএমচর ইউনিয়নের বাসিন্দা ড. মো. নুরুল মোস্তফা ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। তার ছেলে বুয়েটের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দুই মেয়ে বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।
পরিবার সূত্রে প্রকাশ, মরহুম ড. মো. নুরুল মোস্তফার প্রথম জানাযা সোমবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম মহসিন কলেজের মাঠে এবং সর্বশেষ নামাযে জানাযা যোহরের নামাজের পর দুপুর দুইটায় চকরিয়া উপজেলার বিএমচর বহদ্দারকাটা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে বরেণ্য শিক্ষাবিদ ড. মো. নুরুল মোস্তফার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
0 comments: