নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত কক্সবাজার সদর উপজেলায় হকি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭জুলাই) জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি'র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দুল করিম।
অতিথিবৃন্দ আলোচনা শেষে হকি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির মাঠে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ইং আওতাধীন এ হকি প্রশিক্ষণ সম্পন্ন হয়।
0 comments: