শাহরিয়ার মাহমুদ (চকরিয়া টাইমস) :
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ছুরুতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ চকরিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা আবুল কালাম মুরাদের স্মরণে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০জুলাই) চকরিয়া পৌর এলাকার ৮নং ওয়ার্ড মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদ মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আজহারী।
দোয়া মাহফিলের সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চকরিয়া ইমাম সমিতির সিনিয়র সহ-সভাপতি মরহুমের ঘনিষ্ঠ সহচর অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আকবর আকবর আহমদ, পালাকাটা মাদরাসার সুপার মাওলানা নুরুল হুসাইন, মাওলানা মামুনুর রশিদ নুরী, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম আজাদ, মেয়র পদপ্রার্থী মনোয়ার আলম, মাওলানা মনসুর কুতুবী, মাওলানা মুহাম্মদ আলী খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। মুনাজাত থেকে মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়।
0 comments: