শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নবাব মিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ৬ষ্ঠ তলায় তাকে রাখা হয়েছে আইসোলেশন সেন্টারের সিসিইউতে।
মঙ্গলবার (১৩) রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজ ফেসবুক টাইমলাইনে করজোড়ে ভাই বন্ধুদের কাছে অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি আকুতিপত্র পোস্ট করেন। একইসাথে তার তার আশু সুস্থতার জন্য সকলের নিকট দোয়াও কামনা করেন তিনি।
নিম্নে তা হুবুহু তুলে ধরা হল-
“ভাই বন্ধু সবার কাছে আমার হাত জোড় অনুরোধ করে বলছি চলার পথে অনেক লোকের সাথে ওঠাবসা করেছি চলার পথে কোন ধরনের ভুল করে থাকলে আপনাদের ভাই বন্ধু হিসাবে ক্ষমা করে দিবেন জীবনে যদি বেঁচে থাকি তাহলে সবার সাথে আবার দেখা হবে আমি বর্তমান কক্সবাজার সদর হাসপাতালে 6 তালায় আইসিইউতে আছি”
0 comments: