শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
ঈদগাঁওতে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ থাকা একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে দমকল বাাহিনী ও চট্টগ্রামের প্রশিক্ষিত ডুবুরিদল।
বুধবার (২৮জুলাই) দুপুর ১টার দিকে ঈদগাঁও উপজেলার দরগাহপাড়ার নাসিখালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মোর্শেদ, ফারুক ও দেলোয়ার নামের তিন কিশোর।
পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও চট্টগ্রাম থেকে আসা বিশেষ ডুবুরিদলের তৎপরতায় দীর্ঘ ৬ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে পরপর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমপি সাইমুম সরওয়ার কমল আর উদ্ধার অভিযান কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেছেন জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী।
উদ্ধারকৃত তিন কিশোরের মধ্যে দেলোয়ার ও ফারুক ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম শিয়াপাড়া বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং মোরশেদ তার নাাতি বলে জানা গেছে।
0 comments: