দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও  এতিমখানার বালিকা শাখা উদ্বোধন

দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার বালিকা শাখা উদ্বোধন

চকরিয়া টাইমস: 

চকরিয়ার ফাঁসিয়াখালীতে দারুল আবরার তাহফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার বালিকা শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন।

মাদরাসা সভাপতি মাঈনুল হোছাইন চৌধুরী হিরুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন আহমদ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসা পরিচালকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

চকরিয়ায় ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত

চকরিয়ায় ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত

চকরিয়া টাইমস: 

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়া থানা সেন্টার চৌরাস্তা এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি শোভাযাত্রা পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন। ইউএনও আতিকুর রহমান সভাপতির বক্তব্যে - নতুন বছর ১৪৩২ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দিন ও চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক মাস্টার আতিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপস্থিত সকলের মাঝে বৈশাখী পান্তা-ইলিশ ও মৌসুমী ফল হিসেবে তরমুজ, বাঙ্গি পরিবেশন করা হয়।

পান্তা ইলিশ ভোজন শেষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

“ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়” : মুহাম্মদ শাহজাহান

“ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়” : মুহাম্মদ শাহজাহান

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে কক্সবাজার শহরের প্রধান সড়ক, ৩ ও ১০ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগকালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন,  কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১-২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। এই দায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব। 

ঈর্ষনীয়ভাবে জামায়াতে ইসলামীর কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি  বলেন, জামায়াতে ইসলামীর কার্যক্রমে জনপ্রিয়তা দেখে এক দল এখন আওয়ামী লীগের ভূমিকায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার না চালিয়ে জামায়াতে ইসলামীর জনকল্যাণমুখী কার্যক্রম অনুসরণ করে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন অর্জন করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ও মোহাম্মদ শহিদুল্লাহ। 

অপরদিকে শহরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  আপোষহীন রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী উল্লেখ করে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। যার কারণে জামায়াতে ইসলামীর উপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম- নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারী জেনারেল সহ শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক মামলায় দলের লক্ষাধিক নেতাকর্মী কে সাজিয়ে জুলুম- নির্যাতন জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়; যারা মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না, যাবে না। 

দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম। 


 বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে শহর জামায়াত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদ এতো জুলুম- নির্যাতন করেও যখন জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তখন জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড অফিসও বন্ধ করে দিয়েছিলো। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। এমনকি ইসলাম ধর্মকে তারা জঙ্গিবাদ আর মৌলবাদ আজ্ঞা দিয়েছিল। 

কোন কিছুতেই জামায়াতে ইসলামী এক মূহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো। কিন্তু এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা মন্তব্য করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ান গ্রুপের কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়া টাইমস: 
বৃহত্তর ফেসবুক গ্রুপ চকরিয়ান'র আয়োজনে চকরিয়ান কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ফুড টার্মিনাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিজয়ী প্রতিনিধি ও সর্বস্তরের অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের এডমিন মিনহাজ রানা।

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী মুহাম্মদ আসিফ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ ফয়সাল। 
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ম্যাক্স হসপিটালের ডেন্টাল সার্জন ডাঃ দস্তগীর বিল্লাহ সাকিব।

পরে অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চকরিয়ায় নদী থেকে ২শিশুসহ তিনজনের লাশ উদ্ধার

চকরিয়ায় নদী থেকে ২শিশুসহ তিনজনের লাশ উদ্ধার

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ২ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে গোসল করতে নেমে উপজেলা কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ী ব্রিজের নিচে মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয় মো. মাসুদ (৬) ও হুজাইফা তারান্নুম (৪) নামে দুই শিশুর লাশ। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। শিশু মাসুদ ওই এলাকার রাশেদের ছেলে এবং হুজাইফা তারান্নুম প্রবাসী মোঃ ছাবেরের মেয়ে।

অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ২৭বছর বয়সী যুবক মোঃ কাইয়ুমের লাশ উদ্ধার করা হয়েছে চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকা থেকে। তিনি মঙ্গলবার দুপুর থেকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে তাৎক্ষণিক তার পরিচয় অনিশ্চিয়তায় অজ্ঞাত হিসেবে লাশের সন্ধানে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা। মোঃ কাইয়ুম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মগবাজার এলাকার মৃত নুরুচ সোবহান তহশীলদারের ছেলে। 

বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রশাসন ও স্থানীয় লোকজন মাতামুহুরী নদী থেকে দুই শিশুসহ পৃথক ৩টি লাশ উদ্ধার করে।

এদিকে মাতামুহুরী নদী থেকে শিশুসহ তিনটি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।

হযরত ফাতিমা (রা:) বালিকা ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

হযরত ফাতিমা (রা:) বালিকা ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া টাইমস :

চকরিয়ার বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রা:) বালিকা ফাজিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মঙ্গলবার (৮ এপ্রিল) মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কবির হোছাইন। তিনি শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আ.ফ.ম ইকবাল হাছান।

এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আবু ওবাইদা, আশরাফুল এহছান, মাহমুদুর রহমান, জসিম উদ্দিন, ইমরান হোছাইন প্রমুখ।

পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আলম।

অর্থবহ সংস্কৃতি চর্চা নৈতিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে : মুসা বিপ্লব

অর্থবহ সংস্কৃতি চর্চা নৈতিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে : মুসা বিপ্লব

চকরিয়া টাইমস :

চকরিয়ার মাতামুহুরী দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং দাখিল পরীক্ষার্থী-২০২৫ এর বিদায় সংবর্ধনা মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল চারটায় চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে ও মাদরাসা সুপার মাওলানা নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)'র কেন্দ্রীয় অর্থ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুসা ইবনে হোসাইন বিপ্লব।

তিনি বলেন, অর্থবহ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি নৈতিকতা সমৃদ্ধ সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অনন্য ভূমিকা রাখতে পারে। তাই পড়ালেখার পাশাপাশি মানসিক প্রতিভা বিকাশে বিনোদনমূলক সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ মোস্তফা। এরআগে সকালের অধিবেশনে অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, মাতামুহুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মাতামুহুরী শ্রমিকদলের সভাপতি মো. বেলাল উদ্দিন, জামায়াত নেতা ডাঃ নুরুল কামাল, তরুণ শিক্ষানুরাগী শোয়াইবুল ইসলাম ও চকরিয়া প্রবাসী ইউনিয়নের সভাপতি মুবিনুল ইসলাম প্রমুখ।

এসময় মাদরাসার সহ-সুপার ক্বারী মাওলানা এহসানুল হকসহ মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ আলোচনা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : ধর্ম উপদেষ্টা ড. খালেদ হোসেন

দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : ধর্ম উপদেষ্টা ড. খালেদ হোসেন

হারবাং হামেদিয়া দাখিল মাদরাসায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান

চকরিয়া টাইমস : চকরিয়ার হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার (৫০ বছর) পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ এপ্রিল) মাদ্রাসার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সকালে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি মাদরাসা প্রাঙ্গন থেকে শুরু করে স্টেশন হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ নিজাম উদ্দিন।
বনবিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোর্শেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালেদ হোসেন।
তিনি দেশ পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, মাদরাসার শিক্ষা গুণগত মান উন্নত করতে হবে, আরবি, বাংলা-ইংরেজী ভাষায় সমান দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ পরিচালনায় অবদান রাখতে হবে। তিনি হামেদিয়া দাখিল মাদরাসার গরীব ও মেধাবী অন্তত ১৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। আগামী অর্থবছরে একটি একাডেমিক ভবন বরাদ্দের চেষ্টা করা হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এরফান উদ্দিন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) রকিব উর রাজা ও চকরিয়া থানার ওসি মোহম্মদ শফিকুল ইসলাম। এরআগে সকালের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শীর্ষ মুখপাত্র আবু সাদেক কায়েম। এছাড়া মাদরাসা প্রতিষ্ঠার ১৯৭৫সাল থেকে বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্য শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় মাদরাসা সুপার মাওলানা নুরুল আলম, সহ-সুপার মাওলানা আবুল বাশারসহ সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয় হয়।
চকরিয়ায় অসংক্রামক রোগ প্রতিরোধে উপজেলার মসজিদসমূহে প্রচারণা

চকরিয়ায় অসংক্রামক রোগ প্রতিরোধে উপজেলার মসজিদসমূহে প্রচারণা

চকরিয়া টাইমস: 

চকরিয়ায় অসংক্রামক রোগ প্রতিরোধে উপজেলার মসজিদসমূহে প্রচারণা চালানো হয়েছে। বিভিন্ন মসজিদে দায়িত্বপ্রাপ্ত প্রায় ৩৫০ জন ইমামের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

চকরিয়ায় স্বাস্থ্য-২ কর্মসূচি (এনসিডিসি) বাস্তবায়ন কৌশল নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম/অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নিরাময় লক্ষে শেড ফাউন্ডেশন ও বাডাস এর সহযোগীতায় সিভিল সার্জন, কক্সবাজার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চকরিয়ার প্রতিটি জুমা মসজিদে লিখিত বার্তাসমুহ প্রচার করা হয়। এতে সম্মানিত (সকল) ইমাম, এনসিডিসি রোগ নিয়ন্ত্রন ও জাইকা স্বাস্থ্য-২ কর্মসুচির মাধ্যমে উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস রোগ ব্যবস্থাপনার জাতীয় প্রোটোকল বাস্তবায়নে সকলের অংশগ্রহণের আহব্বান করেন। উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস রোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট চকরিয়া এলাকার ৪৬টি কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দ্বিতীয় তলায়) এনসিডি কর্ণারে প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার সম্পুর্ণ ফ্রি সেবা ও ঔষধ দেয়া হচ্ছে। 

এছাড়াও প্রতিরোধ ব্যবস্থাপনায় বলা হচ্ছে; (১) অতিরিক্ত ও পাতে আলগা লবন খাবেন না। (২) শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। (৩) শাকসব্জি ও ফলমূল বেশি খান। (৪) নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। (৫) নিযমিত রক্তচাপ মাপুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন করুন। (৬) তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন। (৭) চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ পরিবর্তন বা সেবন বন্ধ করবেন না। এছাড়াও চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে ৪৬টি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন সময়ে ক্যাম্পেইনের মাধ্যমে স্ক্রিনিং করে রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণারে রেফার করা হচ্ছে।

বৈষম্যহীন জনবান্ধব সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

বৈষম্যহীন জনবান্ধব সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : আবদুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস: 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । 

শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। 

তিনি বলেন, চকরিয়া উপজেলার ছিটমহল খ্যাত বমুবিলছড়ি একটি অবহেলিত ইউনিয়ন, রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে। বিশেষ করে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো ঢেলে সাজানো দরকার। এভাবে করে পুরো দেশকে সাজানোর কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাই বৈষম্যহীন জনবান্ধব সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, লামা উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম , উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম। 

ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হাসানসহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।