চকরিয়ায় সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩লাখ ৩৭হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালকের হাতে অনুদানের চেক তুলে দেন।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী। এসময় সমাজসেবা অধিদফতর সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
0 comments: