চকরিয়া টাইমস:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস-২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা মো. ফখরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী।
এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রেজাউল করিম, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মাহফুজুল করিম, সাবেক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ জুনায়েদ ও তায়েফুল ইসলাম শাওয়াল। সমাবেশ থেকে বক্তারা- ২০০৬সালে লগিবৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শহীদদের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পরে শহীদের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


0 comments: