কক্সবাজারে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক : 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার আয়োজনে গোটা কক্সবাজার জেলায় ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলা চেয়ারম্যান আবদুর রহিম নূরী। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কক্সবাজার জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নাসির উদ্দিন ও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কক্সবাজার শহর শাখার সাবেক পরিচালক সাংবাদিক ইমাম খাইর। 

এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু তালহা ও মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম শরীফ। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সর্ববৃহৎ মেধাবৃত্তি কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সরাসরি বা অনলাইনে করা যাবে। স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ০৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর’২০২৫। অসম্পূর্ণ অথবা ভুল তথ্যসংবলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে। বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফিঃ ২০০/- (দুইশত টাকা মাত্র)। পরীক্ষা মানবণ্টন অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে হবে। পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার সময়: ১ ঘণ্টা। পূর্ণমান: ১০০ নম্বর। ৪র্থ ও ৫ম শ্রেণিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে, প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২০ নম্বর কর্তন করা হবে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%। পরীক্ষার অন্তত তিনদিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চূড়ান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি বাবদ নগদ অর্থ, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। সর্বমোট ৫ লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে বলে সূত্র নিশ্চিত করেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: