চকরিয়া টাইমস:
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদীর বিদায় সংবর্ধনা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযহারী।
এতে সংবর্ধিত অতিথি ছিলেন মাদরাসার সাবেক উপাধ্যক্ষ সদ্য নিয়োগপ্রাপ্ত কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।
অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক এস.এম হেলাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বিদায়ী উপাধ্যক্ষের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষার্থীদের পক্ষে ইবরাহিম ফারুক সিদ্দিকী। এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদরাসা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান ও বিদায়ী সংবর্ধিত অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়। পরে মাদরাসার সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।



0 comments: