চকরিয়া টাইমস :
চকরিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া সিটি কলেজের উদ্যোগে ২০২৫সালের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ সালাহউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরী করতে হবে, এজন্য শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে। শিক্ষকদেরকে প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আগামীর চ্যালেন্জ মোকাবেলার উপযোগী মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাসের বিভাগের প্রভাষক হারুন সরওয়ার বাদল, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক নন্দ দুলাল পাল, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মুহাম্মদ মনজুর আলম, ইসলামের ইতিহাসের বিভাগের শিক্ষক জহির আহমদ ও অভিভাবক প্রতিনিধি আমিনুল ইসলাম আশেক।
প্রভাষক মো. আবদুল মালেকের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রথম বর্ষেক ছাত্র মুহাম্মদ ইমাম হোছাইন ও গীতা পাঠ করেন রিয়া শীল। আলোচনা শেষে গান পরিবেশন করেন একাদশ শ্রেণির নাঈমা সুলতানা মেরী ও দ্বাদশ শ্রেণির তানিমুল ইসলাম ফায়েদ।
এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহজালাল শাহেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারি এবং নবীন ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 comments: