চকরিয়া টাইমস:
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, দেশের মানুষ একটি সামগ্রিক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। মানুষ তার গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরে পেতে চায়। রাজনৈতিক নিপীড়ন ও জুলুম শোষণ থেকে মুক্তি চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নেতাকর্মীদেরকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, চকরিয়া পেকুয়া জামায়াতের বিজয়ী আসন। এই আসনের সকল জনশক্তিকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে।
জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: