চকরিয়া টাইমস:
ইক্বরা পাঠাগার ও চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের কার্যালয় উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।
আজ রোববার (৮ জুন) বিকাল সাড়ে তিনটায় তিনি ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরআগে তিনি ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মেয়র প্রার্থী মো. আরিফুল কবির।
এসময় চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ইমারত জামায়াতের আমীর মো. সৈয়দ আলম, ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের আমীর মো. এহসানুল হক, জামায়াত নেতা মাহফুজুল করিম, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি মো. আরিফুল ইসলাম, নগর জামায়াত নেতা তৌহিদুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুন্নবী, পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাঃ মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা আবদুস শাকুর, শহিদ উদ্দিন সোহেল, রফিক উদ্দিন, নাজমুল ইসলাম জিনান, চিরিঙ্গা ইউনিয়ন জামায়াত নেতা ঠিকাদার ফরিদুল আলম, মাস্টার নেজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: