সভাপতি সেলিম উদ্দিন॥ সাধারণ সম্পাদক প্রভাত কুমার বড়ুয়া
চকরিয়া টাইমস: চকরিয়া কাঁকড়া উৎপাদন ও সরবরাহকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ ১৩৫৯) এর পঞ্চমবারের মতো ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পৌরসভার ভাঙ্গারমুখস্থ নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে।
ভোট গণনা শেষে মো. সেলিম উদ্দিন সভাপতি, ছৈয়দ আলম সহ-সভাপতি, প্রভাত কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক ও শিপন বড়ুয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।
নির্বাচনে উপজেলা সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও থানা পুলিশ ভোট পরিচালনার দায়িত্ব পালন করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 comments: